চারদিক কথার বাজার, নির্বাচনী হাট
পাখিরাও আজকাল খুব বেশী কূজনে আছে
আমি শুধু নীরব থাকি,
নিশ্চয়ই নিদারুণ অসুখ ধরেছে আমায়।
চারদিকে নেমেছে কঠোর কথার বৃষ্টি
পথের পথিক আজও পথে পথে হেঁটে দ্যাখে
দারুণ অভাব
অবেলার শেষভাগে একাকী আমি বসে বসে
শুধু ভেঙে খাচ্ছি আক্ষেপ
ভাঙাচোরা মনের ঘরটাকে মনে হয় অশরীরী আস্তানা
কেউ যেন লুকিয়ে আছে গভীর অন্ধকারে।
খাদের কিনারে বসে বসে ঝিমোয় কারা?
জলজ্যান্ত মানুষগুলো ডুববে নাকি?
আকাশ কখনো কাঁদে না একা
তার সাথে কেউ না কেউ নিঃশব্দে কেঁদে ফেরে-
কথারাও কখনো কখনো কেঁদে যাবে জানি
কেবল দম্ভ আর আভিজাত্যের বেড়াজালে মানুষগুলো মরে যাচ্ছে, দেখেও দেখছে না সভ্যতা-
সব মানুষ কী আমার মতো?
চুপচাপ দেখে যাবে, সয়ে যাবে, মরে যাবে
মরণের আগে?
আমি শুধু নীরব থাকি,
নিশ্চয়ই নিদারুণ অসুখ ধরেছে আমায়।