বেদনার মতো ছুঁয়ে থাকা ঠোঁট
নুয়ে থাকা বিনয়
আর গোধূলির মতো এতো মায়া
আমি কোনোদিন দেখিনি।
বুকের ভেতর জমে থাকা ভয়
আর জল থৈ থৈ চোখ
এতো ওলট-পালট পৃথিবী
আমি কোনোদিন দেখিনি।