কাল হতে চিনে নেবো কে আপন কে আমার পর
কোনজন বাসে ভালো যত্নে ভরা শব্দের অক্ষর
কোনজনে দাগ রাখে হৃদয়ের ঘর
কে রাখে আসর জুড়ে প্রেমের স্বাক্ষর ??
শুনেছি স্বর্গে নাকি সুখ ছাড়া আর কিছু নাই
দুঃখ আর জীবন যন্ত্রণা যদি নাইবা থাকে
মিছে হবে স্বর্গের সুখ
তবু দেখি কবিতার আসর জুড়ে
কবি ও কবিতা জুড়ে ক্রমাগত বাহবার সুর
কোথায় লুকাবো মুখ
এতো সুখ কারইবা সহ্য হয়
তাই কারো ধরা হাতে অসহ্য কষ্টগুলো
খাবি খায় চরম তিক্ততায়।
দেবো না বাহবা অযথা আর
মিছে অহংকারে সিক্ত হতেও চাই না বারংবার
মৌল চেতনায় যদি হাসি পায় পাবে, নতুবা নয়
এই হোক কাল হতে আমার পরিচয়।