১)
আগে তার জুড়ে আছে গোটা বাংলাদেশ
অসংখ্য যোগের নদী এগারটি
অজস্র বকুল জবা জুঁই শর্ষের ঘ্রাণ।
গ্রামীন ফোনের ০১৭১৫২৫৬৮৩৩ একটি নম্বর
যতবার করি রিং, ততবারই এনগেজড!
ভাবি-
আমার কাছেই আমি কী ভীষণ ব্যস্ততায় আছি!
২)
০১৫৭৫২৪৮৯৪৩ নম্বরে হোয়াটসঅ্যাপ নেই ০১৭১৫২৫৬৮৩৩ নম্বরে আছে
একটি সিম্ফনি বাটন সেট রয়েছে তোমার কাছে
হোয়াটসঅ্যাপে তোমাকে পাইনা আমি
তুমিও আমাকে
কী যোজন যোজন দূরত্ব আমাদের!
৩)
https://www.facebook.com/sharifemdad.hossain?mibextid=ZbWKwL
ওপরের লিংকে আমি আছি
যদিও তুমি খুবই কাছাকাছি
তোমার লিংক আজও জানিনা
কখনো বলতে যেওনা,
আমাকে তুমি আর আগের মতো ভালোবাসো না।
৪)
sharifemdadhossain@gmail.com এ বহু চিঠি আসে..…
তোমার থেকে চিঠি আসে না
হৃদয়ের ভেতরে জমানো চিঠির স্মৃতিগুলি
সত্যি ই কী চোখে ভাসে না?