কবিও মরে যায়
জন্ম হয় নতুন কবির, অথবা কবিতার
কাল মহাকালে বয়ে চলে কবিতার সরব উপস্থিতি
পৃথিবী কখনো কবি শূন্য হয় না জানি
কেননা কবিহীন প্রান্তরে ফোটে না আগামীর ফুল
আকাশ ফোঠে না প্রগাঢ় নীলে
জলে স্থলে স্বপ্নের লুকোচুরি হয় না যেন আর
প্রতিক্ষণেই কবি জন্ম দেন কালজয়ী কবিতার।
মৃত্যু আসবে ঠিকই
তা বলে শোক দলে মগ্ন হবো না আমি
কবিদের দলে ভীড়ে
অন্তিম শয়ানে হলেও লিখে যাবো কবিতা
বাঁচুক বা না বাঁচুক, কী বা এসে যায় তাতে
আমার কালই থেকে যাই আমি কবিতার মৌতাতে।