মনোসংযোগ নষ্ট হয়ে গেছে
প্রেমে, অপ্রেমে, কবিতায়
এখন আমি স্বজন আকাশের তুফান চালক
পরছায়া নদী কূলে রোজ ডুবি, ভাসি
খোয়াব দেখাও আজকাল ভুলতে বসেছি
লক্ষ্য ছাড়া অযৌক্তিক হাঁটাহাঁটি
তবুও হাঁটতে হয়__না পাওয়ার দীর্ঘশ্বাসে।
দুঃখ পুষে রেখে কীইবা লাভ!
অগত্যা শোকের মিছিল হতে প্রত্যাহার করেছি
নিজের নাম
দুঃখের ভেতরে দাফন করেছি দুঃখ
বুক চিতিয়ে চলতে যদি না পারি
তবুও ডাকবো না,
হাত ধরে তুলে নিতে আগন্তুক সভায়।
ধ্যান জ্ঞান জলে স্থলে আগুনে দিয়েছে ঝাঁপ
লোভ চাতুর্য হিংসাকে পরাভূত করতে পারেনি বলে
মানুষগুলো এখন আর মানুষ নয়
অমানুষের কাতারে নিজেকেই বা বাদ দেই কেমন করে?