এই এতোদিন পুড়ছি দ্রোহের অনলে
এবার অন্তত অলৌকিক বিধবা পাখির কষ্টে পোড়া ছাই
ভেসে যেতে দাও, ভেসে যেতে দাও...
সহস্র বছর ধরে প্রাচীন অন্ধকারে ডুবে থাকা মনকে
ভেসে উঠতে দাও...ভেসে উঠতে দাও....

বিমূর্ত বোধের দ্রাঘিমা জুড়ে
এবার অন্তত জাগিয়ে দাও আন্তরিক টান
বুকের জমিন জুড়ে নামতে দাও তুমুল বৃষ্টিপাত
আর কত পোড়াবে নির্দয় অনলে?
আমকে গ্রহণ করো... আমাকে গ্রহণ করো....
আমাকে গ্রহণ করো ......
=======================
টুঙ্গিপাড়া,