আমাকে লিখতে বলো না কবিতা
আমি তো এ সময়ের কবি নই
পাঠ কর হিটলার মুসেলিনি হ্যারি এস ট্রুম্যান
ওদের কবিতার শব্দ এখনো গ্রেনেড ফাটার মত সুন্দর
ওরা আজও যুগশ্রেষ্ঠ কবি

আমাকে লিখতে বলো না দ্রোহের কবিতা
রঙিন চশমার দেশপ্রেম ভীষণ মানায় এখন
দেশপ্রেম আনে স্লোগানের ভাষা
পাঠঘর শেখায় পাঠবন্ধুর শবের ব্যবচ্ছেদ
মধ্যপ্রাচ্যের বসন্ত ডেকে আনা

আমাকে লিখতে বলো না কবিতা
ভুলে গেছি গীতিকবিতার সম্বোধন
ভুলে গেছি বনে বনে পাখিদের শিস
মধুমতী তীর ধরে গন্তব্যহীন হেঁটে যাওয়া
ভুলে গেছি ভালোবাসবার মতো ভাঙ্গনপাড়ের
প্রতিভার মুখ
যার কথা মনেও পড়েনা একদম

আমাকে লিখতে বলো না কবিতা
এ সময়ের কবিতা হবে রক্তে লেখা
নরক যন্ত্রণার অক্ষর আর শব্দমালার
রকেট মিসাইল ড্রোনের
বধ্যভূমি অথবা গনকবরের
তাই তো এখনো ধ্বংসযজ্ঞের শ্রেষ্ঠ কবি হিটলার মুসেলিনি হ্যারি এস ট্রুম্যান