কোথায় আলোর নাচন দুলে ওঠা মন?
কোথায় হরিৎ স্বপন?
আমার চোখের দ্বারে ঘনঘোর অন্ধকারে
আজও সেই হিমেল পবন
মাঘের যাপিত জীবন.....
দু'হাতে দেখালো যারা ঝকমকি রবি তারা
ছুটন্ত গতি তার দুরন্ত দুর্বার
কেন হলে দিশেহারা?
আশা দেয়া মিছে খেয়া ভুলে গেলে পাড়ি দেয়া?
আমাকে জাগাতে তুমি ব্যর্থ পুনর্বার
তুমি আজ সবহারা।
যুগে যুগে ভ্রম পথে এভাবে মানুষ মরে
এভাবে দুঃখ ঝরে সময়ের পিঞ্জরে
ফিরাতে পারে কি আর
ব্যথা আর বেদনার
নিষিদ্ধ পৃথিবীরে?