আমাকে ফেরালে তুমি ফেরাতে পারো
বাতাসে ছড়াবো তবু কবিতার ঘ্রাণ
ফাগুন বাতাসে যদি না ফোটেও ফুল
আমি হবো একতারা গানের বুলবুল।

আমাকে ফেরালে তুমি ফেরাতে পারো
হাতের ভেতরে তবু নাই কারো হাত
হাজার তারার ভীড়ে দেখে নেবো ফিরে
বিষাদের দিন গোনে জ্যোৎস্না রাত।

আমাকে ফেরালে তুমি ফেরাতে পারো
তোমাকেই ঘিরে থাকি সকল সময়
তুমিহীন এ জীবন, মরুময় শূন্য অপারগ
তুমিই মনীষা আমার, প্রেমময় পূজার ধারক।

আমাকে ফেরালে তুমি ফেরাতে পারো
আমি তবু কাছে যাবো আরো..  আরো... আরো.....