আমাকে চেনো না তুমি
চিনে রাখো দেখে রাখো আসবো না আর
ফেরালে পাবে না ফের এমন রকমফের প্রেমিক প্রবর।

আমাকে চেনো না তুমি
এই আমি ঘাটে ঘাটে প্রতিদিন ফেলি প্রেমজাল
উহাতে মগ্ন হলেও আধেক প্রেমের কাল আধেক মাকাল।

আমাকে চেনো না তুমি
চিনে রাখো দেখে রাখো মাঝে মাঝে দিয়ে যাবো উঁকি
আমাকে পাবার হলে বিরহের আঁখিজলে নিতে হবে ঝুঁকি।

আমাকে চেনো না তুমি
চিনে রাখো দেখে রাখো থাকিনি তো এ জীবনে কোথাও নিবিড়
মনপোড়া মন আমার প্রেমময়, মায়াময় চীনের প্রাচীর।
=======================