এমন কোন কলংক হয় তার দিকে আমি আর
যাবো না, প্রতিভা
তোমার ওই ক'র স্পর্শ করেই বলছি
আমি আর মধুমতীর বুকে চলে যাবো না কখনো
তোমার বুকের বাঁকে, আমার যে কেন বড় ভয় ;
কেননা তোমারই হৃদয়ের কালো জলে
ছল্ ছল্ করে ওঠে মন, ভয়ের রেশ এসে যায়
যদি চাঁদের হলুদ রোদে কেঁপে ওঠো তুমি
হিজলের ফুল ভাসা,ভয় জাগা কালো অন্ধকারে !

এমন কোন কলংক হয়, তার দিকে আমি আর
যাবো না, প্রতিভা
ভুলে যাও সবকিছু
আমার আকাঙ্ক্ষিত নিরালা কিশোর
হয়ে চলে যাই দূর দেশান্তরে।
★★★★★★★★★★★★★★★★★★★★★