অল্প কিছু ছায়া ফেলা ভালো
অল্প কিছু আলো
অল্পকিছু ভালোবাসা ঢালো
অল্প অল্প কালো।
অল্প কিছু দেখাদেখি হোক
অল্পটুকু শোক
অল্প কিছু লেনাদেনা হোক
অল্প অল্প ভোগ।
অল্পকিছু জন্ম হলে হোক
অল্পতেই সুখ
অল্প স্বল্প আয়ু ভালো নয়
পোড়ার অসুখ।
অল্পতেই খুশী থাকা ভালো
অল্প জামা নয়
অল্প অল্প কাপড়েই কিন্তু
আদিমতা হয়।
অল্প অল্প কথা কয়ে রাখো
পরে কিছু কয়ো
অল্প অল্প প্রেম গন্ধ ঢালো
অল্প অল্প নিও।
অল্পকিছু স্বপ্ন দেখো আগে
অল্প অল্প হাসি
অল্প অল্প কাছে এসে দ্যাখো
প্রেম নাকি ফাঁসি।
অল্প অল্প খুশী কেউ নয়
অল্পে খুশী হয়??
ধরাধামে যাহা কিছু আছে
তাহা মন চায়।
=================
২০/০৬/২০২০