১[]
পূজো আসে, ফুল হাসে প্রতিমার মাঠ
আভরণে ঢাকি মুখ, সত্য লুকাবো কোথায় ?
উৎসবে প্রেম নেই দয়িতার সুখ
মরা আর মারী এসে সব মনে বাড়ায়েছে শোকের অসুখ
তবু চাঁদে বাড়ি করি দিনশেষে ভরসার নদী
অশ্রুর প্লাবনে ভরে ওঠে মাঠ ঘাট বন বনানী যদি।
২[]
সেই কবে কোন বিরহী দুপুরে এসেছিল মনে দোলা
সে কথা কি যায় ভোলা?
এতোদিন হলেও মনে ভেতরে চঞ্চলতা করে খেলা
মান অভিমানে নাকি কোন ভানে করেছিলে অবহেলা
আমাকে কাঁদালে যে সারাবেলা।
__________________________