পাড়ার রাস্তায় দাঁড়িয়ে যে ছোকরার দল রোজ
বিড়ি ফোঁকে, গাঁজা টানে, মেয়েদের শিস দেয়
স্কুল ফেরতা ছাত্রদের হেনস্তা করে
রাতের আঁধারে খোপের মুরগী চুরি করে বেঁচে দেয় মোমরেজের দোকানে
ডাব, নারকেলসহ ফল পাকড়া পেড়ে খায়,নষ্ট করে
একসাথে বসে ইন্টারনেটে পাবজি খেলে
পাড়ার মুরব্বি কিংবা চৌকিদার এলেই বলে যায়
তোদের আর রক্ষে নেই
এবার পুলিশে দেবো, ফাটকে ভরবো
তোরাই এ গাঁয়ের কুসন্তান, তোদের মরে যাওয়া ভালো
~~
অথচ সেদিন রাতে অটোরিকশা ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে
সেই ছোকরার দল আহতদের নিয়ে ছুটলো হাসপাতালে, ওষুধের যোগান দিলো, গায়ের রক্ত দিলো সারারাত সেবা যত্নে বাঁচিয়ে তুললো পথচারী.....
~~~
আবার রাস্তায় পড়ে থাকা অন্ধ ভিখিরিকে পয়সা দিলো, শীতবস্ত্র কিনে দিলো, গাঁও ঘুরে ভিক্ষার চাল তুলে পৌঁছে দিলো বাড়ি
তারা কি তাহলে এদেশের অথর্ব আনাড়ি?
~~~~
যারা করলো পুকুর চুরি, তিলকে বানালো তাল
খেয়ে ফেললো গোটা দেশ রাষ্ট্র জনতা; বারবার লুট করে নিলো মসনদ
তারা, হ্যাঁ তারাই বলে গেলো ওহে ছোকরার দল
তোরাই বিশৃঙ্খল, ঝরে না কেন তোদের চোখের জল?
~~~
সপ্তম আকাশে অবশেষে ভগবান হেসে কুটিকুটি
স্বগোতক্তি তাঁর," ওরে রাঘববোয়াল! ওরা চুনোপুঁটি
যদি শান দেয়া যেতো, যদি ভালোবাসা পেতো;
তবে ওরাই হতো আসল দরদী, জগতের আলোর দ্যুতি।"