এ বড় দুর্ভাগা জাতি!
ক্ষমতার মোহে একদল অন্ধ উন্মত্ত ভুলে যায় মানবিক ভাবনাগুলো
উলঙ্গ অভিসারের মত নির্লজ্জ লুটপাট, পাচার গুম খুন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ফেলে
দেশটাকে টানে পেছনের দিক
অতঃপর, ফাঁটা বাঁশের মতো বাজখাঁই গলা ছেঁড়ে চেচিয়ে বলতে থাকে
এদেশ ভেসে চলেছে উন্নয়নের গণজোয়ারে।
অথচ পারলে এইসব ষটপদী উন্মত্ত লোভী
দেশ ছেঁড়ে বিদেশের মাটিতেও বানিয়ে ফেলতো ব্যবিলনের শূন্য উদ্যান, আইফেল টাওয়ার কিংবা উন্নতির এপ্ফিথিয়েটার...
কোথায় সেইসব লম্ফঝম্প, খেলা খেলা শেষ খেলার উন্মত্ততা? নিয়তি এমনই
সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে একসময় নামতেও হয়
কবে পাবো এই দেশে এমন আলোর দিশা?
যে আলোয় হেঁটে হেঁটে বন্ধুর পথ পাড়ি দিতে কোন ক্লান্তি আসবে না!
থাকবে না, শোষকের যাঁতাকল
ভোরের সূর্যস্নানে পাখিরাও গাইবে সমস্বরে
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। "