আবার বর্ষ আবাহন,
আবার চোখ ছুঁয়ে, জল ছুঁয়ে,
জীবনের পথে
ক্রাসে ভর করে দুঃখ নিয়ে হাঁটা।
চলে তো গেলো কতো বন্ধ্যা রজনী
কতো চেনাজানা মানুষ সকল
যারা যায়, তারা আর ফেরে না
ফেরে না শৈশব।
ঘর ছেঁড়ে যারা গেলো গোধুলির আগে
তারা সবটুকু অনুভূতি দিয়ে
জাগিয়ে দিয়ে গেলো সন্ন্যাসী বিকেল
নদীর মতো ঘুমহীন।
তবুও সুবর্ণচরে বর্ষ আসে, বর্ষ যায়
আলোকমালা হাতে।
★★★★★★★★★★★★★★★★★
★না বললে নয়
সাধারণত এ আসরে একটু আগেকার লেখা কবিতা পোস্ট করি। একদম নগদ লেখা নয়।আজ ওপরের লেখাটা (শিরোনাম না দিয়েই) লিখে ফেসবুকে পোস্ট করি বেলা একটায়। আর তার অল্পক্ষণ পরেই আমার একান্ত সুহৃদ, বন্ধু, অভিভাবক কবি গাজী লতিফ মৃত্যুবরণ করেন। কার্ডিয়াক এ্যারেস্ট যাকে বলে। কী জানি কোন টানে লেখা হয়ে গেলো কবিতাটা! খুবই কষ্ট পাচ্ছি। শোকগ্রস্ত আছি।★