নগর হতে দূরে বহুদূরে দৃষ্টি ফেলতে চাই
কিন্তু পারছিনা..
কোলাহল ছাপিয়ে দুঃখগুলো এক হয়ে আসে
কান্নারা আরো অধিকতর জড়িয়ে আবিস্কার করে
এ নগর ভূতের নগর, আঁধারের নগর, আগামীর নয়
এ নগর শৃঙ্খলা মানে না এ নগর সভ্য হতে চায় না
পুরাকাল নিয়ে যদিও ভাবছি না, কেবল ভেবে যাচ্ছি
কোথায় চলেছি আমরা?
দেশের,দশের,ভাগ্যের সমুহ সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কোন পাতালের বাঁশি বাজাচ্ছি আমরা?
জানি চুপ করে থাকা পাপ
ইদানিং এই চুপ করে থাকাটা বড্ড উপভোগ করি
রাত্রি দ্বিপ্রহর হলে কোন পাখিও ডাকে না আর
ভোরের আলো ফোটার আগে
জানতেও পারিনা এ কীসের আলামত?
ধ্বংসের না-কি সৃষ্টির!