একদিন এমন একটা পৃথিবী দেখুক সবাই
যেখানে জ্বরা নেই অবহেলে মৃত্যু নেই
নেই হিংসার পারদের ছড়াছড়ি
নেই কালো আর ধলো
ধনি আর গরীবের কড়াকড়ি।

এমন একটা পৃথিবী দেখুক সবাই
উড়ে যাওয়া গাঙচিল কিংবা ভুবন চিলের
সারসের দোয়েলের আনন্দ মেখে গায়
উড়ছে সবাই
যেখানে সীমানা নেই, দেয়ালহীন বার্লিন যেমন
উদার আকাশ যেমন, বাধাহীন শৈশব যেমন।

এমন পৃথিবী দেখুক সবাই
ক্ষুধা নেই, রক্ত চক্ষু নেই ভালোবাসার অবাধ সাঁতার
ফুলের সুরভী ছোটা বসন্তোৎসব সবার।

এমন পৃথিবী হোক তোমার আমার
চৈতন্য ফোটা দুপুর যেমন, আঁধার তাড়িত হওয়া
ভোরের শিশির, খেয়ালী বাতাসে সুখ স্বপ্ন ভরা।

এমন পৃথিবী চাই যেখানে কলহ নাই
যেখানে ভাগাভাগি সুখের দুঃখের, যেখানে প্রেমপ্রীতি
স্নেহ মায়া সুকৃতি একান্ত নিষ্ঠার।
___________________________________