ভুল ঠিকানায় পৌঁছে যেতে ইচ্ছে হয় খুব
যেমন করে ভুল সিগন্যালে ড্রোনের ছবি ভাসে
যেমন করে ভুল ডায়ালে বার্তা যায় আসে
অবশ্য এখন, সে হবার সুযোগটি নেই
প্রযুক্তির কল্যাণে প্রতিরূপ পৌঁছে যায় সবার আগে
তবু সাধ, হারিয়ে যেতে ঠিকানাবিহীন
না হয় মাধ্যাকর্ষণ শক্তির বাইরে
চাঁদে মঙ্গলে কিংবা তারও দূরে সিদরাতুলমুনতাহায়..
মানুষ শক্তি'র চেয়েও ঐশী শক্তি সুবৃহৎ
স্বপ্নের থেকেও, মনের থেকেও
তবুও ইনুছেরা পাড়ি দিতে আগ্রহী অনাবিষ্কৃত আকাশ
সমুদ্র কিংবা দূরের শহর
পেরোলেও জীবনের চৌহদ্দি,অমরত্বের বাসনা তার সুদীর্ঘকাল...
মানুষ যদিও জানে, কুপথের সদর দরজায়
সবসময় সৌভাগ্যের ঝোলেনা চাবি
তারপরও নিতে চায় সর্বশেষ ঝুঁকি
পৃথিবীর পুরস্কারেই পৃথিবী কিনতে চায়
অথচ মানতেই হয়,জয়ে নয়,
ভয়ে,
কিংবা ক্ষয়ে,
আর ক্ষয়িত স্নানে, আকাঙ্খারাও একসময়
নিষ্ঠুর শৃঙ্খলে আবদ্ধ হয়।