মনের ফোঁড়াটা কাটবো এবার
জুড়ে দেবো ১৩৫/১ আরামবাগ আব্দুল্লাহ আল মূতীর বাড়ি, সৃজনী প্রেসে দেবো গল্পের বই
চৌকসে আঁকবো ঘড়ি সময় ধরার
বায়োপসিতে পড়বে ধরা অতি তাড়াতাড়ি।

সময়টা ছিল ১৯৮৭
আমি আর তুমি পাশাপাশি
হাঁটছি কবিতা নিয়ে, ভাসছি আবেগে বিস্তর
তারপর এলো গেলো দিন মাস বহু বৎসর
পেয়েও পেলাম না হাসি
এলো,ভরা জোয়ারের মতো জীবনের বেদনারাশি
দেখলাম দুঃখগুলো খুবই চকচকে, আলোকিত সাজানো দেয়ালে
সাজিয়ে দিয়েছে কেউ দূর হতে সযতনে
নিপুণ খেয়ালে।

ছিলো মন আকাঙ্খার দূর অভিবাসী
বিক্ষিপ্ত ভাবনাকে পরালো দুর্ভাগ্যের জল্লাদ
অদ্ভুত বেদনা রাশি
ভালোবাসা দিয়ে তবু আজও কবিতা কপচাই
আজও তৃষ্ণা নিয়ে বুকে
কারো জন্যে অপেক্ষার দু'হাত বাড়াই।
_________________________