এইতো চাই কবিতায়
দুরন্ত প্রতিবাদ
খুঁজে নিতে জীবনের সঠিক ঠিকানা
সচল নদীর স্রোত
মুষ্টিবদ্ধ হাত।
এইতো চাই, নিশ্চিত অধিকার
সৃষ্টির সেরা হয়ে বাঁচবার
স্বজনের প্রীতি নয়, মানবের প্রীতি নিয়ে
নির্ভয়ে কাটাতে দিনরাত।
এইতো চাই সমৃদ্ধির যাত্রায়
নিজস্ব পরিচয়
হাজার বছর ধরে
এই বাংলার ঘরে ঘরে
পৌঁছতে দু'মুঠো নিশ্চিন্তার ভাত।
এই তো চাই কবিতায়
কেবল কষ্ট নয় বেদনা নয় দুঃখ নয়
নয় দুঃসময়, নয় হানাহানি রক্তপাত
সুখের সম্মিলনে চিরন্তন বসবাসে
কবিতায় থাক সামান্য অশ্রুপাত।
*************************