পৃথিবীর সকল হিংসার পাদমূলে আছাড় মারতে মারতে বদ খেয়ালের ব্যবসা আর রাজনীতি
মানুষের ক্ষুধাকে কেবল জাগ্রত করে, নিবৃত্ত করেনা
জ্বালাকে জ্বলতেই সাহায্য করে, নেভাতে না
কবে যে নিবৃত্ত হবে জ্বলনের?
কবে যে অলীক স্বপ্ন ছুঁয়ে দেখা দেবে সুখানুভূতির রঙিন চূড়া?
জানেনা কেউ--
মানুষ ছুটে চলে নীতিহীন অধর্মের অনন্য উচ্চতায়
এ ক্ষুধার নিবৃত্তি কোথায় কখন?
বহু যুগ ধরে জানা থাকলেও
ভাবতেই চায় না কেউ তো কখনো,"বল্গাহীন ছুটে চলার সমাপ্তি হঠাৎ আসে।"
যুগে যুগে মহাগ্রাসী গ্রাস করে হয়ে গেছে ইতিহাস ;
তবু স্বপ্নচূড়ো ছুঁয়ে যেতে চরম ইচ্ছের কাছে বন্দী মানুষ
আহা! মানুষ !!