সভ্যতার এ চূড়ান্ত আধারেও জ্বলছে পৃথিবী
সেই আদি অন্তহীন ভালোবাসবার মতন
ভূতল ফুঁড়ে বেরোচ্ছে অহমিকা, দম্ভ, লোভ, দ্বন্ধ ক্ষমতার। ক্রমাগত হুঙ্কার, রক্ত ক্ষয়, ক্ষুধা, জ্বরা
আর মৃত্যুর প্রবলতম হাতছানি।
হায়! হায়! একি দেখা যায়? পৃথিবীর নগ্ন যোনিতে লেগেছে আজ অস্থির ঘুণপোকা, পুরুষত্তোম তর্জনীর হয়েছে অকাল মৃত্যু নিশ্চয়ই ;
মন আর মননে তাই জেগে ওঠে প্রশ্ন চূড়ান্ত এক
মানুষ কী কখনো স্বাধীন? মানুষ কার সে অধীন?
মানুষ কী এখনো অসহায়?
বিবেক বিসর্জিত মানুষের চিরকাল কাটবে কি ক্ষমতায়?
ছাড়ো, এ দম্ভের মারণাস্ত্র, বিভীষিকা,দ্বন্দ্ব, বিচ্ছেদ তুলে নিয়ে পাতো হাত, হাতে নাও সুখের চাবি
হাতে হাত ধরো, মানুষকে মানুষ বলো
মানুষের পৃথিবীতে মানুষকে ভালোবেসে গড়ে তোলো
আগামীর পৃথিবী।