অনেক বলেছি, তবু কেন বলতে ইচ্ছে হয়
কেন আবার স্বপ্নভূক পদ্য লিখি, নতুনের আলপনায়?

কতই দেখেছি, কষ্টের চোরাগলি পার হতে হতে,
আহত স্বপ্নেরা দাঁড়ায় না এসে বিস্তৃত রাত্রির অন্ধকার জুড়ে। চাওয়া আর পাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে থাকি আমি আর আমার বেওয়ারিশ স্বপ্নেরা।

সময়ের হাহাকারে কতবার ভিজেছে ক্লান্ত দুচোখ
কতবার অতলান্তিক শোক কাঁধে দাঁড়িয়ে দেখেছি হৃদয়ের চরম ইচ্ছে গুলোর অসহায় আত্মসমর্পণ--
শৃঙ্ক্ষলে আবদ্ধ যেন জীবনের সব হাসিখুশি।
রিক্ত হস্ত আর এগোতে চায় না চোরাগলি,
আনাচকানাচ।

তবু এই ভূমি, এই ধূলি-ধূসরিত পথ, কণ্টকাকীর্ণ দুষ্ট দৃষ্টিগুলি উপড়ে ফেলে, স্বপনের বীজ রুয়ে যেতে বড্ড ইচ্ছে হয়,
যদিবা সবুজ হয়, অঙ্কুরিত হয় আগামীর পৃথিবী।
_____________________________________________
টুঙ্গিপাড়া,