চাঁদের হলুদ রোদে
হেঁটে হেঁটে
প্রতিভার বিজন রাতের গানে
মুগ্ধ  হবো বলে
হাজার বছর ধরে পথ চেয়ে আছি
আসিবে কি বকুল তলায়
এ ফাগুনের ইমেজি সময়
প্রেম রূপী অনিন্দ্য আলপনায় তুমি!

আমি তো জেনেছি কবে
আমের মুকুলের কাছে
গাঁদা আর পলাশের কাছে
দুঃখী এক প্রতিভার ঝড়
বয়ে গেছে কুয়াশার গানে।
তিরোহিত ত্রিকুটি হতে এসে
ছড়িয়েছে তপ্ত বায়ু,তৃষ্ণার জল দিয়ে
করেছে নবান্ন উৎসব
কেননা একটি রোদের খনি
চাঁদের হৃদয় ঘিরে
আগমীকাল আসবে
দীর্ঘাঙ্গী পূর্ণিমা বিপুল আয়োজনে।
**********************
সোনাডাংগা,খুলনা।