এই রমজান মাস চলে গেলে
মসজিদের অস্থিরতা কিছুটা কমে যাবে
ক্ষুধার অস্থিরতাও
তবে মনের অস্থিরতা রয়ে যাবে বহুদিন—
স্ক্রিনে দেখলাম অল্পটাকায় ঈদ বাজারে গিয়ে
কাঁদছে একজন মা
আমি কাঁদতে পারিনি
মা গিয়েছে সন্তানের কাপড় চোপড় কিনতে
বাবা হয়ে আমি পারছি না
এদেশের বহু বাবা পারেনি বাজারে যেতে
কেন যে পারছি না, তা কি জানেন আপনি?
আমরা এক অস্থির সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে
কেউ চায় পালাবদল, কেউ ধরে রাখার মোক্ষম ষড়যন্ত্রে
কেউ করছে সুযোগের সদ্ব্যবহার
অথচ দিনশেষে সবশালা লুটেরা, লুটেরার দোসর
কৃষক মজুর শ্রমিক আর এক শ্রেনীর হতভাগ্য চিরকালই ওদের ওপরে উঠবার সিঁড়ি
আর আমাদের মতো শব্দ সাজানো লোক অথবা
ওহে শিল্পের মানুষ! কবি সাহিত্যিক আগামীর রূপকার!
কী এমন রূপকল্প সাজিয়ে বসে আছো?
কোন চাতালে ধানের চাল শুকাচ্ছো তুমি?
নাকি তুমি চাষী নও, শব্দগুলো লুটেরার দলে ভীড়ে
সাজাচ্ছো কি এধার কা ওধার?
বিবেকের ঘর তুমি পুড়িয়েছো জানি
তা বলে এতোটা পোড়ালে?
ধেয়ে আসছে দুরন্ত ঘূর্ণি এক
অচিরেই ভেসে যাবে সকল ষড়যন্ত্রের সোমত্ত সংসার