মৌনতার সীমারেখা পেরিয়ে প্রেমে অপ্রেমে মশগুল হলে তো চলবে না,
দেখতে হবে চরিত্রের ভোজবাজি খেলা
ছলনায় কতটা পারদর্শী আমাদের ভবিতব্য
দেখতে হবে যা কিছু খুইয়েছি, যা কিছু দিয়েছি হৃদয়ের শতরঞ্জি খুলে, এলো কিনা তারও অধিক
বোনা ফসলের মতো ঐশ্বরিক দানে
ক্রমাগত দেখছি আর বাজিয়ে নিচ্ছি সময়ের সাইরেন
দেখছি, নতমুখে ভিক্ষার ঝুলি হাতে দাঁড়ানো সময়
হঠাৎ উড়ে উড়ে বাতাস বহাচ্ছে সমৃদ্ধির
পাল্টে যাচ্ছে খোল নলছে স্বভাবের, কোন কোন মানুষের।
অথচ বিউগলে সকরুণ সুর
গাঁও গেরাম ঘানি টানে আজও অভাবের
আজও শীতার্ত খড়কুটোয় আগুন পোহাতে পুড়ে মরে
আজও মেঘ ভর্তি কুয়াশার আকাশে রহমত খোঁজে ভেজা চোখ।
ধূসর অতীত হারাতে চাইবো না কেন? চাই।
একক সমৃদ্ধি পেয়ে, তাই বলে সব ভুলে?
লাথি মারি অমন চরিত্রের
মানুষ হয়ে জন্মিলে, মহৎ মানুষ হয়ে মৃত্যুর আকুতি
খুব বেশী অপরাধ?