আমি ফিরতে চেয়েছিলাম কিশোরবেলায়
কবে কবে যে দায়িত্ববান হয়ে গেলাম!

বৈশাখের রুদ্রদিন, ঘুড়ি ওড়ানো পড়ন্ত বিকেল
চৌচির মন
কখন যে একফালি চাঁদ হয়ে গেলো!
কখন যে হলুদ পাঞ্জাবী পরে
বকুলের এতটা ঘ্রাণে উতলা হয়ে উঠলাম
কখন যে পাশের বাড়ির ঝুলন্ত বারান্দায়
নিবিষ্ট চোখে
মনে মনে পাতলাম দুরন্ত সংসার ?
বুঝতেই পারিনি।  

বুঝতে পারিনি
বৈশাখী ঝড়ের তাণ্ডব এসেছিল খুব
ভেসে গিয়েছিল জলছবি, কিনারা ভরদুপুর।

মায়ের কাছে থাকা চাঁদপনা মুখের হাসি
ভাই-বোন, পাড়ার স্বজন, কুটুমের বাড়ি
দৌড়ঝাপ মধুমতি জল যৌবন তলায়
হারিয়েছে জীবনের রঙে।

আবার কী ফিরে পাবো কখনো সখনো
দুরন্ত সময় !
এখন যে যুদ্ধে আছি খুব।