দেখলেই তো
কতজনে পাল্টালো রোদ, রোদের ছায়া
ছেড়ে গেলো দ্বিধাহীন নদী, নদীর স্রোত
আমি সেই পুরোনো খোলশ
এখনও ভেতরে ভেতরে নরম কচি ঘাস
আমাকে চিবোতে পারে খরগোশের ছাও
চিবোতে পারে যন্ত্র যান প্রাণী কিংবা পশু।
যদিবা কখনো হই সুঠাম সুন্দর
পোক্ত মাঠে খেলে চলি ব্যাট বল দলে
কখনো মিছিলে যাই, স্লোগান ধরে বলি, চলো,
চলো চলো ঢাকা চলো
জবর দখলকারী হঠাবো এবার
আবার ওড়াবো পতাকা ২৬ শে মার্চ...
অবাক হবে কী কেউ?
আবার যদি জেগে ওঠে তৃষ্ণার নদী
ভাষায় বানে
আবার যদি শপথের পথে হেঁটে হেঁটে
কাঁপায় গানে
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে...
অবাক হবে কী কেউ?