আয় তোরা, স্বাধীনতা, সুজলা সুফলা সব ভুলে
দেশটারে কাটি, অপারেশন টেবিলে দেই তুলে
লুটকার ছাতুখোর সুদখোর নারীখোর মিলে
হেরোইন, ইয়াবা চরস ভাং গাঁজা খাই গিলে।

আয় তোরা, শহরের হাইকোর্ট জজকোর্ট খুলে
খুন রাহাজানি আর পাচারের কেসগুলো ফেলে
অপার শান্তি এনে দেশটাকে চড়িয়ে দেই শূলে
আগায় বহাই জল ছুরিটা চালিয়ে দেই মূলে

মরুক না কিছুলোক, কিছুলোক মোটা হোক ফুলে
নদী খাই, জমি খাই কল-কারখানা খাই গুলে
আয় তোরা যোগ দেই এ মৌসুমি দাবীর মিছিলে
নুনে ঝালে লুটপাটে দেশটারে খেয়ে ফেলি ছিলে।

আয় তোরা ভাগ করি যে যা পাই নেই ছলে বলে
এ দেশের যাই ছিলো সবটুকু  দিয়ে দেই জলে।