ফুল না ফোটা গৌরবের ঘরে জন্ম
সেদিনের সেই ফ্রক পরা ছোট্ট মেয়েটা
সে এখন গৃহবন্দী, দীর্ঘশ্বাসের পরিত্যক্ত ডাকঘর
আর মায়া ভরা দামেস্ক শহর! এখন অন্যের.....
ছিলো কি স্বপ্নের কোন চাষ?
দেখেছি মৃত্যুর দামামা বাজিয়ে–
ঘরে ঘরে জ্বলেছে অমানিশার ভয়ার্ত শ্মশান!
প্রেমিক ভুলেছিলো ছুঁয়ে দিতে প্রেমিকার আহ্লাদী ঠোঁট
রমণে বিঃস্বাদ- পুরুষ ভুলেছে অপ্রতুল চাষের হিসেব
নারীর জঠর- বীজহীন, অনাবাদী মরুর খোয়াব
শুনেছি দক্ষিণার চক্রে লোভাতুর মন, হিসেব কষেছে
কোমল ঠোঁটের
একদিকে ভূপাতিত, নষ্ট গৌরবের ভাঙাহাটে
ক্লান্ত যোদ্ধা পরাস্ত, পলাতক
অন্যদিকে ধূসর শালিকের মতো চৌমাথায় দাঁড়ানো, মূর্তি ভাঙার উল্লাসের ভেতর লুটে নিতে ব্যস্ত ঈমানদার
ক্ষরণের লাল স্রোতে একি দেখি?
মানুষে মানুষে বইছে বিষ! ছড়াচ্ছে বিষের কুহক!
বাজছে বিউগল,দমকল নৃত্যে বাজছে ভয়ার্ত সুর!
লাল চোখ, নেই কোন পয়মন্ত খোয়াব
কখন যেন উঠবে বেজে বিপ্লবের সাইরেন!