মনের গহীনে জ্বলছে আগুন
ফেরেনি ঘরের ছেলে, পাড়ার স্বজন
ভেজা চোখে চেয়ে থাকে কপালপোড়া জননী আমার
অভিমানী পিতা নিজেকে পারেনা বুঝাতে
কার কাছে দেবো বিচারের ভার?
কে আর ঘোচাতে যাবে এ তুখোড় অন্ধকার
তবে কি এ কান্না সত্যিই অকারণ?
বলতে ইচ্ছে হয়, "হে অন্ধ বিচারক!
নিজেকে কখনো দেখেছেন আয়নায়? আপনার কালিমাখা হাত আবারও
এক এগারোর মত একপেশে হবে না তো?
ভুলে যাবেন না তো, ন্যায় ভেবে আপনার
মুখোমুখি কেউ হয়? "
অতীত থেকে জেনে গেছে মানুষ
এ এক অন্ধ অনুকরণ
সাময়িক শোষনের মস্তবড় হাতিয়ার
এখানে ন্যায়ের পাল্লায় প্রতিদিন তোলে অন্যায়
শক্তির কাছে পরাজিত যত্নের বিধান
যুগে যুগে যুগিয়েছে শোষকের শোষণ রশদ।
কাকে আর দেবো দোষ?
জন্মানোই যেন হয়েছে আমার ভুল।