হে মানুষ! চোখ মেলে দেখছো কেবল, এ কি?
                              বলছো না কেন তুমি?
এ কোন মবের দেশে এখনো জ্বলছি ধিকিধিকি?

বাতাসে গন্ধ বারুদের
হিংসের আগুনে পুড়ছে দেশ মাটি বিদেশের ঘর
থামবার অবকাশ নেই কোনো
                         শোনো! হে মানুষ শোনো!
ক্ষমতা লিপ্সুরা বলছে, রক্তে লেগেছে আগুন
অন্যেরা লুট করে নিয়ে গেছে জাতির ফাগুন

এখন তাহলে দারুণ খরা, কারো নেই কোনো হুশ
নিত্যই চিঁড়েচ্যাপটা হচ্ছে, দেশ আর দেশের মানুষ।

মানুষের কলহ নিয়ে এতো ক্ষয়, এতো লয়
                      যুগ যুগান্তরের ধ্বংস প্রলয়

বলে তো না কেউ, আর বসে থাকা নয়,
                            আর এ তামাশা নয়
এবার রক্তের ভেতরে সত্যিই জ্বালাও আগুন
সত্য আর ন্যায়ের ঝাণ্ডা উড়িয়ে দিয়ে, বলে দাও-

সব ষড়যন্ত্রী লুটেরা খুণীর দল, এ দেশ ছেঁড়ে ভাগুন।