ভাবনায় রোজ আমি
মদিনাতে যাই,
নবী ছাড়া এ জীবনে
প্রিয় কেউ নাই।

মুমিনের হৃদয় জুড়ে
সদা থাকেন যিনি,
কামলিওয়ালা নুর নবী
আমার প্রিয় তিনি।

পাক ভূমির হিমেল হাওয়া
লাগুক আমার গায়,
সকল বেলা মনটা তাই
মদিনাতেই যায়।

শুয়ে আছেন আমার নবী
পাক মদিনা ভুমিতে,
কবে আমি যাব সেথা
নবী কদম চুমিতে।

০৬ নভেম্বর ২০২০
তাঁতি পাড়া, জিন্দা বাজার, সিলেট