বেকার মনে আসে যাহা
ছন্দাকারে লেখি তাহা,
কি যায় আসে কেহ যদি
রিয়েক্ট দেখায় হা হা।

অনেক কিছুই মনে আসে
সুযোগ হয়না সবে,
সব পারিনা কীইবা হলো
অল্পই লেখবো তবে।

সলিল যদি অল্পাঘাতে
পাথরে জখম করে,
বারেবারে লেখলে তুমি
পারবে বলছি ওরে।

লেখ না ভাই অল্প কিছু
ভালো লাগবে মনে,
অবশেষে আসবে তুমি
এই আমার সনে।

০২ অক্টোবর ২০২০, সুনামগঞ্জ