শুয়ে আছেন দয়াল নবী
ঐ মদিনা শহরে,
স্বপ্নে একবার দেখা দাও
রাত্রি নিশী প্রহরে।

তোমার পানে চেয়ে আমার
কাটে দিবস যামী,
তুমি ছাড়া কে আছে আর
কোথায় যাবো আমি।

কে আমাকে ভয়াল সেদিন
তরাবে তুমি বিনে,
শাফায়াতের আশায় আছি
মহা হাশর দিনে।

১৫ এপ্রিল ২০২০ সুনামগঞ্জ