রাসূল তোমায় ভালোবাসি
সঁপিয়া মন প্রাণ,
শিল্পী হলে সদাই আমি
গাইতাম আপনার শান।
কল্পনাতে ভাবি তোমায়
আমার সকল ক্ষণ,
পাক মদিনায় যেতে চায় গো
এই উতলা মন।
তোমার প্রেমের আশিক হয়ে
নিত্য ডুবে রই,
দূরে থেকে বিরহ জ্বালা
কেমন করে সই।
নেই তো কিছু সম্বল আমার
তোমার দয়া চাই,
অপেক্ষায় রই কেমন করে
পাক মদিনায় যাই।
প্রাণের নবী উম্মত পানে
নেক নজরে চাও,
দয়া করে এই আশিকে
মদিনাতে নাও।
১০ রবিউল আউয়াল, ১৪৪২ হিজরি
লামাকাজী, সিলেট