ধরার রবি রাসূল আমার
হেরায় ফোঁটা ফুল,
আল আরাবি নবী তিনি
সৃষ্টি কুলের মূল।

দুচোখ মেলে এ ধরাতে
দেখছো তুমি যা,
খোদা তাঁকে না সৃজিলে
কিছুই হতো না।

পৃথিবীতে যখন ছিল
অমানিশা ঘোর,
ধরায় এলেন নুরের বাতি
নিয়ে আলোর ভোর।

দুঃখী জনের প্রভাত সমীর
যেজন কাছে যায়,
দুঃখ কষ্ট সবসময়ে
সেথায় আশ্রয় পায়।

জুলুম সবই বন্ধ হলো
নীতি মেনে তাঁর,
তাঁকে পেয়ে বিপদ কালে
সবাই হবে পার।


১ রবিউল আউয়াল ১৪৪২
নবীনগর, সুনামগঞ্জ