পাক মদিনায় যাবো আমি
প্রিয় নবীর দেশে,
ঘুরবো সেথা দিনেরাতে
তাঁরই আশিক বেশে।

রওজা পাশে দাঁড়িয়ে আমি
তাঁকে সালাম দিবো,
একবার নবীর দিদার পেয়ে
মনে শান্তি নিবো।

সাহাবাদের কবর পাশে
দাঁড়াবো রোজ গিয়ে,
নবী প্রেমের ছবি এঁকে
জোড়াব মোর হিয়ে।

দেখবো সেথায় আছে যতো
আমার নবীর স্মৃতি,
মনে বাসনা নবীর দেশে
হোক জীবনের ইতি।

০৪১১২০, সুনামগঞ্জ