[দেশের জন্য, হয়ে হন্য
জীবন দিলো যারা,
সর্বকালে সকল হালে
সর্বশ্রেষ্ঠ তারা।
সবসময়ই এই নেতাদের
আমরা ভালোবাসি,
দেশমাতৃকার পরতে পরতে
দেখি তাদের হাসি।]
আমি তাকে দেখিনি!
তার সম্পর্কে অনেক কথা শুনেছি,
কেউবা পক্ষে বলেছেন, আবার;
অনেকে বিপক্ষে রয়েছেন।
তাকে নিয়ে যে কথাটা বলতে চাই,
তিনি যে-ই হোন না কেনো?
এদেশের স্বাধীনতার জন্য
তার অবদান অনস্বীকার্য।
তার আহবানেই প্রেরণা পেয়ে
ঝাপিয়ে পড়েছিলো বাঙালি জাতি।
হ্যাঁ, তার আগেও অনেকেই
স্বাধীনতার জন্য কথা বলেছেন,
কিন্তু চুড়ান্ত বিজয় যে,
তারই হাত ধরে এসেছে।
বলবে তিনি তো যুদ্ধই করেন নি,
আমি একটা কথা বলি?
রাস্তায় গাড়ি পোড়ালে তুমি, অথচ;
তোমার দলনেতা জেল খাটে,
তার কারণ বলবে কি?
এখন আবার তুমি বলবে,
তিনি এই করেছেন, সেই করেছেন,
আমি বলি, বলতো? কে, কি, করেনি রে?
তার ভালো কাজ স্মরণ করি,
তার সাথে যা হয়েছে তা ঘৃণা করি।
অত:পর দোয়া করি;
তিনি ওপারে ভালো থাকুন,
তিনি বাঙ্গালি মায়ের সন্তান,
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫ আগস্ট ২০২১, একেপি