যেদিন তিনি ভবে এলেন
রওশন হলো সবে,
সৃষ্ট নূরে সৃজন করে
পাঠিয়ে দিলেন রবে।
নবীর নূরে আলো পেলো
চন্দ্র তারা রবি,
জীবন ভরে তাঁরই শানে
লিখছে সকল কবি।
তাঁর কদমে ঝুঁকে পরে
খোদার সৃষ্টি যত,
দরূদ পড়েন ফেরেস্তারা
হয়ে অতি নত।
নবীর বদন আদম সুরত
জানো যেমন সবে,
নুর নবীজির নুরী সুরত
তেমন মানতে হবে।
মানব তিনি নয়তো তবে
অন্য কারো মতো,
সবার সেরা সৃষ্টি তিনি
বিশ্বে আছে যত।
দ্বন্দ্ব ছাড়ো তিনি হলেন
খালকি নূরের নবী,
তাঁর কারণে মহান খোদা
পয়দা করলেন সবি।
২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি
নবীনগর, সুনামগঞ্জ।