দয়াল নবীর আগমনে
গরীব দুঃখী হাসে,
তাঁকে পেয়ে বিশ্ববাসী
মহাসুখে ভাসে।
এলেন যেদিন পৃথিবীটা
নবরূপে সাজে,
সবার তিনি আপন ছিলেন
এই ধরনীর মাঝে।
মরুর বুকে হেরার জ্যোতি
যেদিন আলো ছড়ায়,
সেদিন হতে শান্তি আসে
অন্ধকার এ ধরায়।
পাপে যখন দুনিয়াটা
নিমজ্জিত ছিল,
আমার নবীর আগমনে
সবি ঘুচে দিলো।
ধ্বংস হলো জুলুমবাজি
অবিচার যতো,
এ ধরাতে কেউ নেই আর
আমার নবীর মতো।
১৫ নভেম্বর ২০২০
জাউয়াবাজার, সুনামগঞ্জ