সমাজে আগে কতেক লোকে
জানতো অনেক কিছু,
দিনে পাঁচবার সবে মিলে
দাড়াতো তাদের পিছু।
বলতে পারো কাদের কথা
বলছি লেখার বাঁকে,
সমাজেতে এদের সবাই
ইমাম সাহেব ডাকে।
সত্য বলতে কখনো তারা
চিন্তা করতে হতো না,
এখন যারা ইমাম হন
সবে তাদের মতো না।
দ্বীনের পথে ডেকে তারা
কাটাতেন সারা বেলা,
তাদের কেউ কোনো সময়
করতো না তো হেলা।
তাদের কথা সকল লোকে
গ্রহণ করতো হেসে,
এখন যারা আপন গুণেই
যাচ্ছে স্রোতে ভেসে।
এ কারণেই ধীরে ধীরে
হচ্ছে মানুষ ভ্রান্ত,
আমল গুলো নিজের মতো
করেই হচ্ছে কান্ত।
২৬ সেপ্টেম্বর ২০২০