আসবেন নবী ধরার বুকে
ঘোষণা দেন রবে,
সেই ঘোষণা প্রচার করেন
নবী-রাসুল সবে।

যেদিন নবীর আগমন হয়
আলোর প্রদীপ ল’য়ে,
ফেরেস্তারা সালাম জানায়
কাতার বদ্ধ হয়ে।

দ্বীন গ্রহণ পর ওমর ফারুক
যখন কাবায় গেলেন,
সাহাবীদের দুই কাতারের
সাথে রাসূল ছিলেন।

মিরাজ রাতে আকাশেতে
কাতারে দাঁড় হয়ে,
ধন্য হলেন ফেরেশতারা
নবীর দেখা ল’য়ে।

মদিনা বাসী স্বাগত জানায়
নবীর কদম পেয়ে,
ইসলামি সব কিতাবগুলো
দেখো একবার চেয়ে।

জন্মে নবীর খুশি করতে
বিষাদ কেনো মনে?
যোগসাজশ কি রয়েছে হে
ঐ ইবলিশের সনে।


৬ রবিউল আউয়াল ১৪৪২