ক্ষমতায় গিয়ে সবাই
রাবণ রূপে সাজে,
তার আগে ঘুরে কত
আম জনতার মাঝে।
চাঁদাবাজির ধান্ধা নিয়ে
ব্যস্ত কতেক নেতা,
ফায়দা নিতে পিছে পিছে
ঘুরছে শত খেতা।
কত আমলা চুরির নেশায়
দিনরাত কাটায়,
পাইলে কিছু ভাগ করিয়া
উপর দিকে পাঠায়।
তেলের শিশি হাতে নিয়া
চাটুকারেরা ঘুরে,
সুযোগ পেলে এসব দিয়ে
মানুষ, গাড়ি পুরে।
রক্ষক রূপে আছে যারা
পুলিশ নাম নিয়ে,
পেরেশান হচ্ছে মানুষ
কত থানায় গিয়ে।
পয়সা দিলে পাল্টিয়ে দেয়
কঠিন অনেক সাজা,
টাকা ছাড়া বললে কথা
পকেটে দেয় গাঁজা।
আজ তো দেখি পিটিয়ে মারে
টাকা পায়না বলে,
আরো কতো অভিযোগ পাবে
যদি হিসাব চলে।
সুশীল নামে আছে রে ভাই
কতেক স্বার্থ লোভী,
ফায়দা পেলে করবে কাজ
সাগরক@ জলে ডুবি।
শিক্ষিতরা গোলাম সেজে
মুর্খের পূজায় ব্যস্ত,
তাইতো আজ অনেক কিছু
পশুর হাতে ন্যস্ত।
নয়তো হে ভাই সকল লোক
মন্দ ওদের মতো,
অনেক আছে আইন মেনে
কাজ করছে শত।
এদের মাঝে আছেন যারা
সত্য ন্যায়ের পথে,
বলছে তারা আর কতো? হে
চলবে ভুল মতে।
১৩ অক্টোবর ২০২০, সুনামগঞ্জ