জেগে থেকে রাত কাটায়
ঘুমে সকাল বেলা,
বিকেলে পড়বে কোচিং
দিনে করছে খেলা।
ঘুম ছেড়েই স্কুলে যায়
দু'চোখে পানি দিয়ে,
বাসায় চা খেয়ে তবে
টিফিন সাথে নিয়ে।
ক্লাশে আর মন আসে না
স্যাঁরও রেগে যান,
ভালো ক্লাশ নিবেন, যদি
প্রাইভেটে পড়ান।
মা-বাপে আর করিবে কি
প্রশ্ন দিতেও রাজি,
এসব ওসব বুঝিনা কিছু
প্লাস পাইতে বাজি।
মোবাইলে গেইম খেলে
রাতটা হয় শেষ,
রাতে ঘুমিয়ে ভোরে জাগো
সুন্দরে পরিবেশ।
এভাবে আর ধান্ধা করে
কতো পতন চাও,
ভালোভাবে মানুষ হতে
সুযোগ করে দাও।
১৮ রামাদ্বান, ১৪৪১,
১২ মে ২০২০. (বাদ ফযর) সুনামগঞ্জ