বছর ঘুরে আবার এলো
এই রবিউল আউয়াল,
জন্ম নবীর বারো তারিখ
সুবহে সাদিক সকাল।
আঁধার ধরায় এলেন নবী
পাঁচশো সত্তর সনে,
আলো পেলো বসুন্ধরা
খুশি সবার মনে।
কাবার মুর্তি ভেঙে পরে
জন্ম নবীর যেদিন,
হাজার বছর প্রজ্জ্বলিত
অগ্নি নিভে সেদিন।
জন্ম রাতের আলোর আভায়
ঘুচে ধরার বিষাদ,
ঘরে বসে মা আমিনায়
দেখেন রোমের প্রাসাদ।
ফেরেস্তারা ধন্য হলেন
এসে নবীর বাড়ি,
বেহেস্ত হতে ছুটে আসেন
পবিত্র সব নারী।
ধরা হতে বিদায় নিলো
জুলুম অনাচার সকল,
তাঁরই পথে চলে সবে
হচ্ছে আজো সফল।
১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি