শুনিনি সেদিন কারো কথা।
চলেছিলাম অন্য পথে,
আজ পথের বাঁকে দাঁড়িয়ে একা!
জীবন শূন্যতাতে!!

ভেবেছিলাম সঙ্গ পাব!
রাস্তার অনেক লোক!
ছায়াবিনা কেউ ছিলনা!
ভুলবো কি সেই শোক!!

গাছের ধারে বসে বসে,
কতরাত করেছি পার!
জীবন তরী মরুভূমি!
দুঃখ সাগরের অপার!!

চেয়েছিলাম ফোটাতে ফুল।
এই মরুভূমির বুকে!
কিন্তু আমি ব্যর্থ হলাম!
প্রিয়জনের দুঃখে!!

সুখের তরী বাইতে গিয়ে!
এখন ভাসছি অথৈ জলে,
ভাঙ্গা তরী বাইবে কে আর?
মরেছি ডুব সাগরে!!


রচনাকাল :
রবিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২০ই জ্যৈষ্ঠ ,তাং-০৪.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন )
সময়- রাত্রি ০৭:৫৫ মিনিট