আমি ভালো নাইরে দয়াল,
খুঁটি আমার ভেঙ্গে গেছে,
কি দিয়ে ছোয়াবো ঘরের চাল।

জীবন তরী ভেসে চলে,
কুল ভাঙ্গিলো চোখের জলে,
কোন ঠিকানায় যাব আমি,
রাস্তা জানা নাই।
আমি ভালো নাইরে দয়াল,
খুঁটি আমার ভেঙ্গে গেছে,
কি দিয়ে ছোয়াবো মনের চাল।

আমি ভবঘুরে ঘুরে বেড়াই,
সাত সমুদ্রের পাড়ে ও যাই,
গিয়ে সেথায় কারে খুঁজি,
আমার জানা নাই।।
আমি ভালো নাইরে দয়াল,
খুঁটি আমার ভেঙ্গে গেছে,
কি দিয়ে ছোয়াবো ঘরের চাল।

বারে বারে খুঁটি ভাঙ্গে,
মনের মাঝে মরা গাঙ্গে,
জোয়ার এসে ভাসিয়ে যায়,
নতুন কোন সুখ ঠিকানায়।


আমি ভালো নাইরে দয়াল,
খুঁটি আমার ভেঙ্গে গেছে,
কি দিয়ে ছোয়াবো আমি চাল।


রচনাকাল :
শুক্রবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৮ই আষাঢ় ,তাং-১৪.০৭.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- দুপুর ১১:৪৩ মিনিট